পাথরঘাটায় মাথা, চামড়াসহ হরিণের মাংস জব্দ
বরগুনার পাথরঘাটার সংলগ্ন বলেশ্বর নদের রুহিতা থেকে ২টি মাথা, ২টি চামড়াসহ ৩০ কেজি হরিণের মাংস জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (২১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে একটি নৌকা থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার সাব লে. জহুরুল ইসলাম পাথরঘাটানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদের রুহিতা এলাকায় অভিযান চালিয়ে একটি নৌকা থেকে ২টি মাথাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
জহুরুল আরও বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গোসত কেরোসিন দিয়ে মাটিতে পুতে ফেলা হয়েছে, চামড়া দুটি সংরক্ষণের জন্য রাখে এবং নৌকাটি ২হাজার টাকা বিক্র করে দেয়া হয়েছে ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২২ নভেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)