বাবার মরদেহ দেখে পরীক্ষা দিতে গেল সমাপনী পরীক্ষার্থী
পিরোজপুরের ইন্দুরকানীতে চলমান প্রাথমিক শিক্ষা সমাপনীর এক পরীক্ষার্থী বাবার মরদেহ দেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। আর পরীক্ষা শেষে বের হয়ে বাবার জানাজায় অংশগ্রহণ করেছেন। ওই পরীক্ষার্থীর নাম রিমন হাওলাদার। সে উপজেলার ৩১নং কলারণ চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
পারিবারিক কলহের জের ধরে রবিবার বিকালে রিমনের পিতা রেজাউল করিম রিপন হাওলাদারকে প্রকাশ্য দিবালোকে খুন করে তার ভাইজি জামাই কাঞ্চন বেপারী। এদিকে সোমবার ছিল রিমনের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ২য় দিন বাংলা বিষয়ের পরীক্ষা। সকালে বাবার মরদেহ দেখে রিমন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষা শেষে দুপুরে আবার বাবার জানাজায় অংশগ্রহন করেন।
৩১নং কলারণ চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কর জানান, তার বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থী রিমন একজন মেধাবী ছাত্র। সে সোমবার বাংলা বিষয়ের পরীক্ষার কিছু সময় বাকী থাকতেই খাতা জমা দিয়ে তার বাবার জানাজায় অংশ নিতে যায়।(সূত্রঃ নয়াদিগন্ত)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ নভেম্বর