বামনায় মিড ডে মিলের কার্যক্রম পরিদর্শন
বরগুনার বামনা উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দুপুরে খাবার প্রকল্প মিড ডে মিলের (সরফ ফধু সবধষ) কার্যক্রম পরিদর্শন করলেন খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো.ওমর ফারুখ খান ও স্কুল ফিডিং এর প্রকল্প পরিচালক যুগ্ম সচিব মো.রুহুল আমীন খান।
সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও প্রকল্পের কর্মকর্তারা উপজেলার ঘোপখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, জাফ্রাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং গোলাঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় কর্মকর্তারা শিশু শিক্ষার্থী, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অভিভাবকদের সাথে মতবিনিময় করে মিড ডে মিল প্রকল্পের সার্বিক অবস্থা জানতে চান।
পরিদর্শনে আসা অন্যান্য কর্মকর্তারা হলেন, মিডডে মিলের পরিচালক আবদ্দুল্লাহ আল মামুন, জেষ্ঠ্য সহকারী সচিব নুরুননবী, উপ-সচিব নাজিয়া ইসলাম, সহকারী সচিব (অভ্যন্তরীন পরিবেক্ষন ও মূল্যায়ন বিভাগ) এসএম মাহমুদ হাসান, উপ-সচিব মাহমুদ কায়কোবাদ খন্দকার, সহকারী পরিচালক মনিরুল ইসলাম, ডেপুটি সচিব মজিবুর রহমান, আন্তর্জাতিক জেষ্ঠ্য পরার্শক মালকোলাম দোথী(গৎ গধষপড়ষস উড়ঃযরব) প্রমূখ।
উল্লেখ্য, বামনা উপজেলার ২০১৩ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের প্রকল্প কার্যক্রম চালু করে। প্রকল্পটি সুশীলন নামের একটি বে-সরকারী সংস্থা বাস্তবায়ন করে আসছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ নভেম্বর