বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

নোমান আল সাকিব
নোমান আল সাকিব, ফিচার লেখক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ০৮:৪২ পিএম, ১৮ নভেম্বর ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়াবরিশালের উজিরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৭) নামে এক কিশোর নিহত। এ সময় আরো ছয়জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হয়।

শনিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উজিরপুর উপজেলার হস্তিসুন্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার, সে ফরিদপুরের গোপিনাথপুর এলাকার সানোয়ার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে হস্তিসুন্ডতে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত এবং আরো ছয়জন গুরুতর আহত হয়।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে সড়কের পাশে দুটি ট্রাক থামানো ছিল। যার মধ্যে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেই ট্রাকের মালামাল অন্য ট্রাকে তোলা হচ্ছিল। ওই জায়গা অতিক্রম করার সময় হানিফ পরিবহনের বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ নভেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)