সাগরে মাছ ধরা ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কাঞ্চন হাওলাদার (৫০) নামের এক জেলের মর্মান্তি মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নিহত জেলেকে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়েছে।
উপজেলার রাজেশ্বর গ্রামের এফবি মায়ের দোয়া ট্রলরের মালি মো. এমাদুল আকন ও ওই ট্রলারের মাঝি মো. তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের ১নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় সাগরে জাল ফেলার সময় দড়ির সাথে পা আটকে কাঞ্চন সাগরে পড়ে যায়। পরে তাকে মৃত উদ্ধার করা হয়। ওইদিন রাত ১১টার দিকে তার লাশ বাড়িতে আনা হয়।
স্থানীয় বকুলতলা ওয়ার্ডের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন খলিল জানান, চারদিন আগে তার গ্রামের দরিদ্র কাঞ্চন হাওলাদার সাগরে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। সকাল ১০টায় জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তার বাবার নাম মৃত অহেজ উদ্দিন হাওলাদার।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ নভেম্বর