ভোলায় আয়কর মেলার উদ্বোধন
‘উদ্ভাবনে বাড়বে কর দেশ হবে স্বনির্ভর’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা ২০১৮।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে ভোলা কর সার্কেল ১০ ও ১১ এর আয়োজনে শহরের ইলিশা বাসস্টান্ড এলাকার মমতাজ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পরিষদ এর চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল মমিন টুলু।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার আবুল বাশার আকন, ভোলা সিভিল সার্জন ডা. রথিন্দ্রনাথ মজুমদার, বাংলার কণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান, ভোলা পৌরসভার প্যানেল চেয়ারম্যান মো. শাহে আলম।
আলোচনাসভায় ভোলা কর সার্কেলের সহকারী কমিশনার মো. মনজুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক অভিনাষ নন্দি।
মেলায় আয়করদাতারা যাতে সহজে আয়কর প্রদান করতে পারেন সে জন্য কয়েকটি স্টলের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মেলায় সেবা নিতে পারবেন করদাতারা। আগামী ১৮ নভেম্বর মেলা সমাপ্ত হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ নভেম্বর