পাথরঘাটায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ০২:৫০ পিএম, ৫ মার্চ ২০১৮

ছবিঃ পাথরঘাটা নিউজপাথরঘাটা নিউজ ডেস্কঃ
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চলমান নিয়োগবিধির ৬ দফা দাবীসহ পরবর্তী নিয়োগে শিক্ষাগত যোগ্যতার মান বাড়ানোর দাবীতে মানববন্ধন করেছে পাথরঘাটা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি।

সোবার (৫ মার্চ) সকাল ১০টার সময় পাথরঘাটা হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

পরিবার কল্যান সহকারি মোসাম্মাৎ রাহিমা বেগমের নেতৃত্বে বক্তব্য রাখেন, মাঠ পরিদর্শক দীপক কুমার হাওলাদার ও জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, মাঠ পর্যায় কর্মক্ষেত্রে সৃষ্টি জটিলতা স্থায়ীভাবে নিরসনের লক্ষে এফপিআই ও এফ ডব্লিউ এ দের স্বাস্থ্য বিভাগীয় সকল প্রকার কাজ থেকে বিরত রাখার দাবী জানান।

মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবিরের কাছে স্বরক লিপি প্রদান করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)