আমতলীতে মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড
মিথ্যা মামলা করার অভিযোগে বাদীকে দোষী সাব্যস্ত করে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (১৪ নভেম্বর) ওই আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হল, আমতলী উপজেলার সোনাউঠা গ্রামের জাফর সর্দারের স্ত্রী শিউলি বেগম। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামি শিউলি বেগম বাদী হয়ে ওই একই গ্রামের চান মিয়ার ছেলে নাসির উদ্দিনের বিরুদ্ধে গত বছরের ৩০ আগস্ট ধর্ষণের মামলা করে। আমতলী থানার এসআই মাসুদ হাওলাদার তদন্ত শেষে শিউলি বেগমের মামলাটি মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। শিউলি বেগম নারাজির আবেদন করলে তাও নাকচ হয়। পরে নাসির উদ্দিন বাদী হয়ে শিউলি বেগমের বিরুদ্ধে একই ট্রাইব্যুনালে এ বছরের ৩ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায় মামলা করে। বিচারক সাক্ষ্য প্রমাণে মূল মামলার বাদী শিউলি বেগমকে দোষী সাব্যস্ত করে ওই দণ্ড প্রদান করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ নভেম্বর