পাথরঘাটায় ‘উপকূল দিবস’ পালিত
বরগুনার পাথরঘাটায় উপকূল দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) সকাল ১১টায় একটি শোভা যাত্রা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়। পরে উকিল পট্টিস্থ কার্যালয়ে ৭০এর প্রাণহানিদের রুহের মাগফিরাতে দোয়া মোনাজাত করা হয।
সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর সহযোগিতা ও দিকনির্দেশনায় বরগুনার পাথরঘাটায় এ দিবসটি আয়োজন করেন সাংবাদিক ও স্থানীয় সরকার বিষয়ে গবেষক শফিকুল ইসলাম খোকন। স্থানীয় পর্যায়ে সহযোগিতা করেন, সে¦চ্ছাসেবী সংগঠন আস্থা, প্রত্যয়, স্বজন ব্লাড ফাউন্ডেশন, বেসরকারী এনজিও সংকল্প, আলতাফ হায়দার ফাউন্ডেশন, সুশীলন, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরাম। বক্তব্য রাখেন, সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ, নারী নেত্রী মুনিরা ইয়াসমীন খশি, সুশীলনের পাথরঘাটা ব্যাবস্থাপক ইসমাইল হোসেন, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, মেহেদি শিকদার, শেখ মো. রাসেল , এএসএম জসিম, প্রমুখ।
১৯৭০ সালরে ১২নভম্বের তৎকালীন র্পূব পাকস্তিানরে (র্বতমান বাংলাদশে-এর) দক্ষণিাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকের্ডকৃত র্ঘূনঝিড় সমূহরে মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ র্ঘূনঝিড় এবং এটি র্সবকালরে সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতকি র্দুযোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ মানুষ প্রাণ হারায়। এটি ১৯৭০-এর উত্তর ভারতীয় র্ঘূণিঝড় মৌসুমরে ৬ষ্ঠ র্ঘূণঝিড় এবং মৌসুমরে সবচেয়ে শক্তশিালী র্ঘূণঝিড় ছিল। এটি সিম্পসন স্কেলে ‘ক্যাটাগরি ৩’ মাত্রার র্ঘূণঝিড় ছিল।
১২নভেম্বর উপকূলবাসীর জীবনমান উন্নয়নসহ উপকূল সুরক্ষার লক্ষ্য সামনে রেখে উপকূল দিবস বাস্তবায়ন কমিটি দ্বিতীয় বারের মত উপকূলের ৫৪ স্থানে একযোগে ‘উপকূল দিবস’ পালিত হচ্ছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ নভেম্বর