কাউকে ফলো করা মানেই পিছিয়ে থাকা: ওমর সানী
বিনোদন ডেস্কঃ
কাউকে ফলো করা মানেই পিছিয়ে থাকা বলে মনে করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ওমর সানী।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমনই মত প্রকাশ করেন তিনি। ওমর সানী লেখেন, ‘লাইফে কিছু করতে হলে কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। কাউকে ফলো করা মানেই পিছিয়ে থাকা।’
এদিকে, রবিবার এমন স্ট্যাটাসের পর হাজার হাজার লাইকের পাশাপাশি ওমর সানীর সঙ্গে একমত পোষণ করে কমেন্ট করেছেন অনেকে। এদের মধ্যে একজন লিখেছেন, চির সত্য কথা। নিজে কিছু করে দেখাতে পারলে কৃতিত্বটা নিজের থাকে। অন্যকে ফলো করে যদি কিছু করি সেটা আর নিজের থাকে না ,যার পুরো কৃতিত্বটা চলে যায় অন্যের দখলে।
৯০ এর পরবর্তী সময়ে চলচ্চিত্রে আসা ওমর সানী তিন দশকের মতো সময় ধরে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। নায়ক হিসেবে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমীদের মনে স্থান করে নিলেও সময়ের সাথে সাথে অভিনয় করেছেন নানামাত্রিক চরিত্রে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মার্চ