পাথরঘাটায় ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে দশ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন পাথরঘাটার সদস্যরা। তবে এসব জালের সঙ্গে সম্পৃক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পাথরঘাটা স্টোশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম পাথরঘাটা নিউজকে সত্যতা নিশ্চত করেছেন।
শুক্রবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাথরঘাটা খালের মোহনায় জব্দ জাল গুলো পুরে ফেলা হয়।
এর আগে বৃহস্পাতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিষখালী নদীর লালদিয়া এলাকা থেকে জাল গুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড পাথরঘাটা স্টোশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট জহুরুল ইসলাম পাথরঘাটা নিউজকে জানান, তাদের নিয়মিত অভিযানের সময় বিষখালী নদীর লালদিয়া এলাকায় আমাদের টহলরত ট্রলার দেখে পলিয়ে যাবার সময় পিছন থেকে ধাওয়া করলে জালগুলো রেখে পালিয়ে যায়। এসময় লালদিয়া চর থেকে দশ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। জব্দকৃত জালগুলো বিষখালী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ নভেম্বর