বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার্থী ১ লাখ ১৯ হাজার
সারাদেশের মতো বরিশালেও বৃহস্পতিবার শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।
বরিশাল বোর্ডের অধীন ১৭৪টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হচ্ছে পরীক্ষা।
প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা।
এ বছর বরিশাল বোর্ডে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫৫ হাজার ৫শ’ ১৫ জন এবং ৬৩ হাজার ৫শ’ ৬০জন মেয়ে।
আগামী ১৫ নভেম্বর শেষ হবে এবারের জেএসসি পরীক্ষা। (সূত্রঃ বিডি প্রতিদি)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ অক্টোবর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)