পিরোজপুরে ইয়াবা বিক্রির অপরাধে কারাদণ্ড
পিরোজপুরে ইয়াবা বিক্রির দায়ে শুক্কুর আলী (২৮) নামে এক মাদকবিক্রেতাকে ছয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শুক্কুর আলী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শিংখালী গ্রামের হারুন অর রশিদের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর মহল্লায় শুক্কুর আলীর ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় শুক্কুর আলীর শরীর তল্লাশি করে ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয়ের উপ পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় শুক্কুর আলীর বিরুদ্ধে মামলা করেন। ওই বছরের ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান শুক্কুর আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে শুক্কুর আলীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন আলী শিকদার। (সূত্রঃ বাংলা নিউজ২৪.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ অক্টোবর