বরিশালে বোমা উদ্ধারের ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে মামলা
বরিশালের হিজলা উপজেলায় পেট্রোল ও হাতবোমা উদ্ধারের ঘটনায় সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মিজান গাজীসহ সাতজনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩২ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার হিজলা থানার ওসি মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মাকসুদুর রহমান বলেন, সোমবার সন্ধ্যার পরে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বেশ কয়েকজন মিলে হিজলা-বরিশাল সড়কের কামারখালী এলাকায় একটি অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মিজান গাজীকে আটক করে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে পাঁচটি পেট্রোল বোমা ও ১২টি ‘বোমা সদৃশ বস্তু’ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাতেই পুলিশের এসআই খলিলুর রহমান বাদী হয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ অক্টোবর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)