বাউফলে নানীকে খুনের অভিযোগে নাতি গ্রেফতার
পটুয়াখালীর বাউফল উপজেলায় সাফিয়া বেগম নামে এক বৃদ্ধ খুনের ঘটনার তার নাতি মেহেদী হাসান মান্নাকে (১৮) গ্রেফতার করেছে। রোববার রাতে আসামির নিজ বাড়ি উপজেলার দাসপাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
সোমবার (২৯ অক্টোবর) পটুয়াখালী পুলিশ মো. সুপার মইনুল হাসান প্রেস ব্রিফিংয়ের এ তথ্য তুলে ধরেন। এ ঘটনায় নিহতের মেয়ে জাহানার বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার বরাত দিয়ে এসপি মইনুল হাসান বলেন, পুলিশের হাতে আটককৃত মেহেদী হাসান মান্নার মামাতো ভাই মো. আমিনুলের সঙ্গে প্রায় ১৫-২০ দিন আগে বিকবিতণ্ডা হয়। এ ঘটনায় মান্না তার বৃদ্ধা নানী সাফিয়া বেগমের কাছে নালিশ জানায়। আমিনুলকে মারধোর করে বলে নানীকে জানায়। এতে নানী সাফিয়া বেগম মান্নাকে ঝামেলা করতে নিষেধ করে মামলার ভয় দেখায়।
পুলিশ জানায়, এ বিষয়টি নিয়ে নানী সাফিয়া ও নাতি মান্নার সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয়। এক পর্যায় নানী তার ছেলের ঘরের নাতির আমিনুলের পক্ষ নিলে মেহেদী হাসান মান্না ক্ষিপ্ত হয়ে তাকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। নানীর মুত্যৃ পর নানীর ঘরে থাকা স্বর্ণালঙ্কার নিয়ে তার চাচাতো ভাই বাবুর মাধ্যমে বিক্রি করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
পরে বাউফল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন খুনের ঘটনার রহস্য উদঘাটন করে রোববার রাতে মান্নাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্ত মেহেদী হাসান নিহত সাফিয়ার বড় মেয়ে ছেলে। মঙ্গলবার আদালতের মাধ্যমে আসামি জবানবন্দি নেয়া হবে বলে জানান এসপি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩০ অক্টোবর