পাথরঘাটার “গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত
পাথরঘাটার গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার (২৮ অক্টোবর) রায়হানপুর ইউনিয়নপরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপি এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নপরিষদে এ সভা করা হয়।
সভায় ইউপি সদস্য জনাব মোঃ সুলতান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমন্বয়কারি শাহিনুর রহমান ও গ্রাম আদালত সহকারি মুন্নি আক্তার। সভায় বিভিন্ন পেশার ৫০ জন নারী- পুরুষ অংশগ্রহণ করেন।
সভার উদ্দেশ্য স্থানীয় জনগণ কে গ্রাম আদালত সেবা ও প্রকল্প কার্যক্রম সম্পর্কে অবহিত করা।
উল্লেখ্য, এবছরের অক্টোবর মাসে উপজেলার প্রতিটি ইউনিয়নে ভিন্ন ভিন্ন তারিখে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ অক্টোবর