পিরোজপুরে মাদকবিক্রেতার ৮ বছরের কারাদণ্ড
পিরোজপুরে মিলন আকন (৩২)নামে এক মাদকবিক্রেতাকে আট বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ অক্টোবর) পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো.রফিকুল ইসলাম এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মিলন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মোশারফ আকনের ছেলে। পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ মিলন আকনকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিলনের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক আবদুল কাইউম মাদকবিক্রেতা মিলনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মিলন আকনকে এ দণ্ড দেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ অক্টোবর