পাথরঘাটায় ইলিশ প্রজনন মৌসুম শেষে মাছের পোনা শিকার বন্ধের দাবি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ অক্টোবর ২০১৮

পাথরঘাটায় মানববন্ধনইলিশ প্রজনন মৌসুম শেষে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা শিকার এবং অবৈধ জাল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মৎস্যজীবীরা।

রোববার (২১ অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স¥ারকলিপি প্রদান করেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সহসভাপতি মাছুম মিয়া, জহিরুল হক চিনু, আবুল ফরাজী, পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা দাবি করে বলেন, ইলিশ প্রজনন মৌসুমে ইলিশ আহরণ থেকে বিরত থাকলেও নিষেধাজ্ঞা শেষে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা গড়া জাল, বেড় জাল, বেহুন্দিসহ ছোট ফাঁসের অবৈধ জাল দিযে মাছ শিকার করবে অসাধু জেলেরা। অবৈধ জাল দিয়ে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধংস হলে ভবিষ্যতে অসংখ্য প্রজাতির মাছ বিলুপ্তি হতে বাধ্য। এছাড়া বাংলাদেশও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে। পোনা মাছ শিকার এবং অবৈধ জাল দ্রত বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/ ২১ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)