পাথরঘাটায় প্যানেল মেয়রের দায়িত্ব গ্রহন
বরগুনার পাথরঘাটা পৌরসভায় ১২ জন কাউন্সিলরসহ মেয়রের ভোটে প্যানেল-১, ২ ও ৩ (রোকনুজ্জামান রুকু, মুনিরা ইয়াসমিন খুশি ও মোসাফ্ফের হোসেন বাবুল) নির্বাচিত হওয়ার পর নতুন প্যানেল মেয়রের দায়িত্ব গ্রহন করেছেন মোসাফ্ফের হোসেন বাবুল।
রোববার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ দায়িত্ব গ্রহন করেন। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্যানেল মেয়রের দায়িত্ব গ্রহনের সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবু নিরোধ চন্দ্র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ফাতিমা বেগম পারুল, নাজুসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।
পৌরসভা সূত্রে জানা যায়, পাথরঘাটা পৌরসভায় দ্বিতীয় বারের মত প্যানেল মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ১২ জন কাউন্সিলরসহ মেয়র এ নির্বাচনে ভোট প্রদান করেন। প্রত্যক্ষ ভোটে প্যানেল-১ নির্বাচিত হন রোকনুজ্জামান রুকু, প্যানেল-২ মুনিরা ইয়াসমিন খুশি ও প্যানেল-৩ মোসাফ্ফের হোসেন বাবুল নির্বাচিত হন।
এসময় প্যানেল মেয়র রোকনুজ্জামান রুকু, মুনিরা ইয়াসমিন খুশি ও মোসাফ্ফের হোসেন বাবুল বলেন, আমাদের প্যানেলের মধ্যে কোন সিরিয়াল রাখতে চাইনা, আমাদের মধ্যে সবাই সমান। তাই আমরা পর্যায় ক্রমে সবাই দায়িত্ব পালন করব।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/ ২১ অক্টোবর