বিষখালী নদী থেকে কারেন্ট জাল জব্দ
বিষখালী নদীতে মা ইলিশ ধরার অভিযোগে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল উদ্দিন আকন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ অক্টোবর) ভোরে নদীতে অভিযান চালিয়ে এই জাল জব্দ করা হয়। এসময় উদ্ধার কয়েকটি জীবিত মা ইলিশ নদীতে ছেড়ে দেওয়া হয়। তবে জেলেদের আটক করা সম্ভব হয়নি।
আবুল কালাম আজাদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিশখালী নদী থেকে ইলিশ মাছ শিকার করছিলেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এসময় জালে আটক হওয়া বেশ কিছু জীবিত ইলিশ আমরা নদীতে ছেড়ে দিই। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে কৌশলে জেলেরা সরে পড়ায় তাদের আটক করা যায়নি। তবে উপজেলার আওরাবুনিয়া বাজারে জনগণের সামনে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, আহরণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/ ২০ অক্টোবর