বোরহানউদ্দিনে নৌকাবাইচে দর্শনার্থীদের ট্রলারডুবি, নিহত-১
ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নৌকাবাইচে অংশ নেয়া দর্শনার্থীদের ট্রলারডুবিতে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ছাত্তার বেপারী (৬০) নামের এক বৃদ্ধ। এ দুর্ঘটনায় আহত হয়েছে কমপেক্ষ ১০ জন। এদের মধ্যে গুরুতর চারজনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে গত ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়েও নিখোঁজ ছাত্তার বেপারীর সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
নিহত শরীফ উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের প্রবাসী মো. জাকির মাতাব্বরের ছেলে। ৩ ভাই ১ বোনের মধ্যে শরীফ সবার ছোট। স্থানীয় প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।
হাসপাতালে চিকিৎসাধীনরা হচ্ছেন, আবু জাফর, আলিফ, শান্ত ও ফারজানা। নিখোঁজ ছাত্তার বেপারীর বাড়ি গঙ্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বিকালে তেঁতুলিয়ায় নদীতে নৌকাবাইচের আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের ক্রীড়া সংস্থা। এ সময় প্রতিযোগী ৬টি নৌকার সঙ্গে দর্শনার্থী ও স্থানীয়রা বেশ কয়েকটি নৌকা ও মাছ ধরার ট্রলারে অংশ নেয়।
বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ফকির বাড়ির খালের মোড় থেকে প্রতিযোগিতাটি শুরু হয়। এর ২০০ গজ পরেই উৎসুক জনতার একটি ট্রলার ডানদিকে কাত হয়ে উল্টে যায়। ভোলা সদর হাসপাতালে নেয়ার সময় শরীফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোরশেদ আলম জানান, তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। রাতেই ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা হয়েছে। তাদের কাছে ছাত্তার বেপারী নামের একজন নিখোঁজ আছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
এদিকে বরিশাল থেকে আসা চার সদস্যের ডুবুরিদল শনিবার দুপুর ১টা পর্যন্ত খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় অভিযান সাময়িক স্থগিত রেখেছেন।
প্রত্যক্ষদর্শী আবদুল কাদের ও মিজানুর রহমান জানিয়েছেন, অতিরিক্ত দর্শনার্থীদের বোঝাই ট্রলারটি ডুবে যাওয়ার পর পেছনের ট্রলারটি ডুবন্ত মানুষের ওপর দিয়ে চালিয়ে যায়।
এ কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারকাজে অংশ নিলেও প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অফিযোগ করেন তারা।(যুগান্তর)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/ ২০ অক্টোবর