পাথরঘাটায় ‘বন্দুকযুদ্ধে’ দুই বনদস্যু নিহত, অস্ত্র উদ্ধার
পাথরঘাটা নিউজ ডেস্কঃ
পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু হাসান বাহিনীর দুই দস্যু নিহত হয়েছে।
আজ সোমবার (৫ মার্চ) ভোর ৬টার পর এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ‘হাসান বাহিনীর সদস্য’ আতাউর সরদার (২৫) ও রবিউল মালি (২৭)।
এসময় ঘটনাস্থল থেকে ২টি একনালা বন্দুক, পাইপগান ৪টি, ৩টি দেশীয় অস্ত্র ও ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব নিশ্চিত করে জানান, সকালে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদের মাঝের (বিহঙ্গ) চর এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে, র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ ও বিপুল পরিমান গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, র্যাবের ডিএডি আমজাদ হোসেন বাদী হয়ে একটি হত্যা ও একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ মার্চ