ভারতের চেয়েও বাংলাদেশ বেশি শক্তিশালী: হোল্ডার
কিছুদিন আগে শেষ হয়ে যাওয়া টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে দাড়াতেই পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজা।
দুই ম্যাচ সিরিজের টেস্টে বাজেভাবে হোয়াইটওয়াশ হতে হয় উইন্ডিজকে।
ভারত মিশন শেষে এবার বাংলাদেশের পালা আর বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ সিরিজেও এখন সেই স্পিন নিয়েই ভয়ে আছেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
এদিকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন বাংলাদেশ সফরে ভারতের চেয়েও বেশি স্পিনের সম্মুখীন হতে হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন উইন্ডিজের টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার।
উইন্ডিজের পরাজয়ের পেছনে দলটির স্পিন দুর্বলতাকে দায়ী করছেন অনেকে।
সেই ধারাবাহিকতায় উইন্ডিজ দলপতির ভয় বাংলাদেশে ভারতের চেয়েও শক্তিশালী স্পিচ আক্রমণ সামলাতে হতে পারে তার দলকে।
হোল্ডার বলেন ভারত সফরের পর আমরা বাংলাদেশ সফরে যাব। তারা আমাদের বিপক্ষে অনেক স্পিনার নিয়ে খেলবে। এই ক্ষেত্রে বাংলাদেশ ভারতের চেয়েও বেশি শক্তিশালী বলে তিনি উল্লখ করেন।
এসময় টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ নিয়ে তিনি আরও বলেন আমরা প্রয়োজন অনুযায়ী রান তুলতে পারিনি।
এটি দারুণ একটি খেলা ছিল। সকালটা যেভাবে শুরু করেছে এটার পুরোটাই কৃতিত্ব বোলারদের। আমরা একসাথে এটা নিয়ে আলোচনা করেছি। বোলারদের পারফরম্যান্স দেখে ভালো লেগেছে।
এদিকে ২০১২ সালের পর টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবারই প্রথমবারের মতো আসছে উইন্ডিজ ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিকদের সাথে লড়বে সফরকারীরা।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ১৮ অক্টোবার