গাঁজা কেনার জন্য মধ্যরাতে দোকানে ভিড়!
মঙ্গলবার মধ্যরাতে গাঁজা কেনার জন্য কানাডায় দোকানগুলোতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল।
মঙ্গলবার মধ্যরাত থেকেই গোটা কানাডাজুড়ে গাঁজার বাজার উন্মুক্ত করা হয়েছে।
সম্প্রতি কানাডায় গাঁজা সেবন ও সঙ্গে রাখার আইনী বৈধতা দেওয়া হয়েছে। এর আগে উরুগুয়েতে গাঁজার বৈধতা দেয়া হয়েছিল।
ইতিমধ্যে কানাডার দেড় কোটি বাসাবাড়িতে নতুন আইন সম্পর্কে তথ্য এবং জনসচেতনতামূলক প্রচারণা পাঠানো হয়েছে। কিন্তু সেখানে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো ঠেকাতে পুলিশের সক্ষমতার বিষয়ে উদ্বেগ রয়েছে। এর আগে উরুগুয়েতে গাঁজা সেবন বৈধ করা হয়েছিল এবং পর্তুগাল ও নেদারল্যান্ডসেও এটি অপরাধমূলক মাদক নয়।
কানাডার বিভিন্ন প্রদেশ এবং মিউনিসিপাল শহর বেশ কয়েক মাস ধরে গাঁজা সেবনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। কোথায় কোথায় গাঁজা কেনা এবং সেবন করা যাবে তা নির্ধারণ করে দিবে প্রদেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষ। বিভিন্ন প্রদেশের কর্তৃপক্ষ এ সম্পর্কে বিভিন্ন মাত্রার কঠোর নিয়ম চালু করেছে।
কানাডার সবচেয়ে পূর্বের প্রদেশ নিউফাউন্ডল্যান্ডে বুধবার মধ্যরাতের ঘণ্টা বাজার সঙ্গে প্রথম বৈধভাবে গাঁজা বিক্রি শুরু হয়।(তথ্য সূত্র: বিবিসি)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ অক্টোবর