বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ বুধবার সকালে সোনালী রঙের ট্রফিটি বিভিন্ন দেশ ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছবে। এরপর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। ২০১৯ বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেট অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও ওয়েলসে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্য বাংলাদেশ অন্যতম। মোট ৪ দিন বাংলাদেশে থাকবে বিশ্বকাপ ট্রফি। আজ প্রথম দিন মিরপুরের পর ১৮ অক্টোবর বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ট্রফিটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত থাকবে। ১৯ অক্টোবর ঢাকা থেকে বিশ্বকাপ ট্রফি যাবে সিলেটে। সেখানে পাহাড়ের কোলে মনোমুগ্ধকর ক্রিকেট স্টেডিয়াম ও ক্যাডেট কলেজে সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে। ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রদর্শিত হবে ট্রফিটি।
পাথরঘাটা নিউজ/এজেআর/ ১৭ অক্টোবর