কুস্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যায় পাথরঘাটায় প্রতিবাদ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৬ অক্টোবর ২০১৮

বক্তব্য রাখছেন পাথরঘাটা সাবে-রেজিস্ট্রার মো. মামুন সিকদারকুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার নূর মোহাম্ম্দ শাহ কে হত্যার প্রতিবাদে বরগুনার পাথরঘাটা সাব-রেজিস্ট্রিশন অফিসে খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী, আলোচনা অনুষ্টিত হয়।

মঙ্গলবার (১৬ অক্টোবর) আসর নামাজের শেষে পাথরঘাটা সাব-রেজিস্ট্রি অফিসে এ আলোচনা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাথরঘাটা সাবে-রেজিস্ট্রার মো. মামুন সিকদার, দলিল লিখক ইব্রহীম, ও জসিম উদ্দিন। এসময় পাথরঘাটা সাব-রেজিস্ট্রি অফিসের সকল কর্মকর্তা বৃন্দসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নূর মোহাম্ম্দ শাহ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মানাজাত করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিস্ট্রি মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল জলিল।

আলোচনার সময় বক্তারা বলেন, কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার নূর মোহাম্ম্দ শাহ কে হত্যার ঘটনা যারা জরিত তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সন্ত্রাসীরা কুষ্টিয়া সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্ম্দ শাহ কে হত্যা করা হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)