পাথরঘাটায় পৈতৃক জমি ফেরতসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
পাথরঘাটা পোরশহরের ৮ নম্বর ওয়ার্ডে পৈতৃক ক্রয়কৃত জমি ফেরতসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার (১৬অক্টোবর) বেলা ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে মনি আক্তার নামে এক নারী এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মনি জানান, তার বাবা আ. মন্নান প্রবাসি। সেই সুযোগে একই বংশের মইনুল আহসান রুবেল গংরা বাবার ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলে নেয়ার পায়তারা করছে। ইতোমধ্যেই জমির মধ্যে রুবেল গংরা ঘর উত্তোলনের জন্য মালামাল এনেছেন। এছাড়া ওই জমি ভোগ দখলে নিতে মনিসহ তার পরিবারের লোকজনদের বিভিন্ন রকমের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে আসছে বলে দাবি করছেন মনি আক্তার। এসময় মনি আক্তারে সঙ্গে ছিলেন বুদ্ধি প্রতিবন্ধি ভাই মো. সবুজ মিয়া।
হুমকি দেয়ার কথা অস্বীকার করে রুবেল পাথরঘাটা নিউজকে বলেন, ইতিপূর্বে স্থানীয় ভাবে শালিসী ব্যাবস্থায় আমাদের পক্ষে রোয়েদাদ হয়। ওই জমি আমাদের।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ অক্টোবর