একসঙ্গে চার সন্তানের মা হলেন শাকিলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

ছবিঃ কালের কন্ঠএকসঙ্গে চার সন্তানের জনক-জননী হয়ে গেলেন জালাল-শাকিলা দম্পতি।

সোমবার (১৫ অক্টোবর) রাজধানীর বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে চার সন্তান পৃথিবীতে আসে। সকাল ১১টার দিকে হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নীলুফার শামীম আফজার নেতৃত্বে একটি দল সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে এ চার নবজাতককে ভূমিষ্ঠ করান। অস্ত্রোপচারে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক ডা. হাফিজা আক্তার, ডা. নোমান ও ডা. শান্তা।

জালাল-শাকিলা দম্পতি কুামিল্লার পীরযাত্রাপুরের বুড়িচং গ্রামের বাসিন্দা। সদ্যোজাতদের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। ছেলেটির ওজন ১ কেজি ৮শ গ্রাম, মেয়ে তিনটির একটির ওজন ১ কেজি ৬শ গ্রাম ও অন্য দুটির ওজন ১ কেজি ৪শ গ্রাম। গৃহবধূ শাকিলা (২২) স্বাভাবিকভাবে সন্তান ধারণ করতে না পারায় গাইনি বিশেষজ্ঞদের পরামর্শে ওভুলেশন ইনডাকশনের মাধ্যমে গর্ভধারণ করেন।

সন্তান জন্ম দিতে ১৫ দিন আগে শাকিলা এ হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রামের মাধ্যমে শাকিলা আগে থেকেই জানতেন তার গর্ভে চারটি সন্তান রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চার শিশু ও তাদের মা সুস্থ আছেন। তবে প্রি-ম্যাচিউর হওয়ায় মায়ের বুকের দুধ টেনে খেতে না পারায় তাদের নিওনেটাল আইসিইউতে (এনআইসিইউ) রাখা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে শিশু চারটিকে মায়ের কাছে দেওয়া যেতে পারে। (সূত্রঃ কালের কন্ঠ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৫ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)