বৈরী আবহাওয়া আজ থেকে কমতে শুরু করবে
ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে সৃষ্ট প্রতিকূল আবহাওয়া আজ সকাল থেকে কমতে শুরু করবে। আগামীকাল থেকে প্রকৃতিতে স্বাভাবিক পরিবেশ বিরাজ করবে। তিতলির প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চট্টগ্রাম এবং কক্সবাজারের নিুাঞ্চল প্লাবিত হয়েছে।
এ ছাড়া ঢাকাসহ দেশের সর্বত্র থেমে থেমে রিমঝিম থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে প্রকৃতিতে শীতের আমেজ সৃষ্টি হয়েছে।
এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সারা দেশের বৈরী আবহাওয়া আজ থেকে স্বাভাবিক হতে শুরু করবে এবং আগামীকাল সোমবারের মধ্যে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর দেশের নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্কসংকেত দেখানোর কথা বলা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ অক্টোবর