বরগুনায় হাজতির মৃত্যু
বরগুনায় আরিফ মৃধা নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বরগুনা জেনারেল হাসাপাতালে তার মৃত্যু হয়।
আরিফ বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের আমড়াঝুড়ি গ্রামের বাসিন্দা রশীদ মৃধার ছেলে।
ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাকিল জানান, রোগীর উচ্চ রক্তচাপজনিত ও লিভারের সমস্যা দেখে আমরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারের প্রস্তুতি নেওয়ার পরপরই তিনি মারা যান।
বরগুনা জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, দুপুর ২টার দিকে জেল গেটে আরিফের স্বজনরা তার সঙ্গে দেখা করতে আসেন। তারা দেখা করে যাওয়ার পরপরই বিকেলে আরিফের বমি শুরু হয়। চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিক বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, আরিফ পেশাদার মাদকবিক্রেতা ও সেবনকারী। গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) লবনগোলা থেকে ১০০ পিস ইয়াবাসহ আরিফ ও তার মা কুলসুম বেগমকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় থানায় মামলা রুজু করে তাদের দু’জনকে কারাগারে পাঠানো হয়েছিলো।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।(বাংলানিউজ২৪.কম)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ অক্টোবর