পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বক্তব্য দিচ্ছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান“কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার সময় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ উপলক্ষে পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য এসএম আজহারুল ইসলাম, সুশীলনের পাথরঘাটা ব্যাবস্থাপক মো. ইসমাইল হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পাথরঘাটা স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফ খান, পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, পাথরঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুল ইসলাম, পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বিভিন্ন ধরনের দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে ও সম্পদের ক্ষতি কমাতে নানা ধরনের দিক নিয়ে আলোচনা করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৩ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)