দেয়ে আসছে ঘুর্ণিঝড় তিতলি

ঘূর্ণিঝড় তিতলি প্রস্তুত হচ্ছে আঘাত হানতে। বঙ্গোপসাগরে অবস্থারত লঘুচাপটি একদিনের ব্যবধানে গত সোমবার নিম্নচাপে পরিণত হয়। আবার পরের এক দিনের ব্যবধানে মঙ্গলবার সকালে এটি গভীর নিম্নচাপে পরিবর্তিত হয়ে যায়। গভীর নিম্নচাপ থেকে খুব শিগগিরই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
এ ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে তিতলি। তিতলি আঘাত করবে তবে বাংলাদেশে নয় ভারতে। এর গতিপথ এখন পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। এটা ভারতের উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে নির্দেশ করছে। আগামী বৃহস্পতিবার এটি আঘাত হানতে পারে।
ঘুর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার এবং এটা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আপাতত: বাংলাদেশের বন্দরসমুহকে ১ নম্বর দুরবর্তি সতর্ক সংকেত নামিয়ে ২ নম্বর দুরবর্তি সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘুর্ণিঝড় তিতলি শেষ ১০০ কিলোমিটার বেগে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ অক্টোবর