পাথরঘাটাজুড়ে গুড়িগুড়ি বৃষ্টি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৭:২১ পিএম, ৯ অক্টোবর ২০১৮

ছবিঃ সংগ্রহীতপাথরঘাটা উপকূলীয় এলাকায় সোমবার সন্ধা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজ মঙ্গলবার সারা দিন আকাশ মেঘলা ছিল। মৃদু বাতাস বইছে। কমেছে ভ্যাপসা গরম, শীত অনুভূত শুরে হয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধা ৭টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে।

পায়রা বন্দরসহ তৎসংলগ্ন এলকায় এক নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। দীর্ঘ অনাবৃষ্টির পরে গুড়িগুড়ি বৃষ্টিতে শঙ্কার পাশাপাশি কৃষকের মনে স্বস্তিও ফিরেছে। তবে ঝড়-ঝঞ্ঝার শঙ্কায় উপকূলবাসী রয়েছেন উদ্বিগ্ন। সাগর কিছুটা উত্তাল রয়েছে। তবে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগরে কোন জেলে নেই, নেই ট্রলার ডুবিতে প্রাণহানির শঙ্কা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)