কলম্বোয় পৌঁছাল বাংলাদেশ ৩ ক্রিকেটারকে রেখেই
অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে আয়োজিত নিদাহাস ট্রফিতে অংশ নিতে সোমবার (৪ মার্চ) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। ভারপ্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি ইতোমধ্যে কলম্বোর মাটিতে পা রেখেছে।
পিএসএলে অংশগ্রহন করা মোস্তাফিজুর রহমান, তামিম ইকবাল ও সাব্বির রহমানকে ছাড়াই ১৩ সদস্যের দল নিয়ে কলম্বো পৌঁছায় বাংলাদেশ। আবুধাবি থেকেই এ তিনজনের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবেলা করবে ভারত। দু’দিন পর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ কোহলিবিহীন ভারত। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। টুর্নামেন্টের একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়
এ এম বি / পাথরঘাটা নিউজ