আমতলীতে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী এলাকা বরগুনার আমতলীতে আসবেন এমন ঘোষণা দিয়েছেন ভিডিও কনফারেন্সে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন শেষে আমতলীর স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমানুষের সাথে মতবিনিময়কালে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মতবিনিমিয় সভায় প্রধানমন্ত্রী আমতলী পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত রসুল অপি ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপকারভোগী অনিতা রানীর সাথে কথা বলেছেন।
মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সমুদ্রবন্দর দেখতে আসার ঘোষণা দিয়ে বলেছেন, পায়রা সমুদ্র বন্দর যাওয়ার পথে তার নির্বাচনী এলাকা আমতলীতে আসবেন। প্রধানমন্ত্রী আমতলী আসার ঘোষণায় উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক সাংসদ মোঃ মজিবর রহমান তালুকদারের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসন থেকে নির্বাচনে অংশগ্রহন করেন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ অক্টোবর