তালতলীতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১০:৫৭ এএম, ৫ অক্টোবর ২০১৮

ছবিঃ সংগ্রহীততালতলী উপজেলার আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে বুধবার বিকালে অর্ধশাতিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মুমূর্ষু অবস্থায় ১৩ জনকে তালতলী ও ৪ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকাল ৩টার দিকে স্বাস্থ্য সহকারী মো. সোহেল মিয়া শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর জন্য ওই বিদ্যালয়ে উপস্থিত হন। তিনি বিকাল সাড়ে ৩টার দিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট বিতরণ করেন। বিতরণ করা এ ট্যাবলেট শিক্ষার্থীরা খাওয়ার কিছুক্ষণ পরই একে একে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্র্থীরা বমি ও পাতলা পায়খানা করতে করতে একপর্যায়ে দুর্বল হয়ে পড়ে। শিক্ষার্থীদের এ অবস্থা দেখে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষকরা অভিভাবকদের খবর দিলে তারা স্কুলে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে অ্যাম্বুলেন্স এনে অসুস্থ শিক্ষার্থীদের তালতলী ও আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তালতলী হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছে ৫ম শ্রেণীর মাফিয়া, সুমাইয়া, রাইসা মনি, শিরিনা, ফাতেমা বেগম ও জান্নাতি।

৪র্থ শ্রেণীর লামিয়া, রিয়া মনি, রাব্বি, সুমাইয়া, রাকিব, কলি আক্তার ও আবুবক্কর। আমতলী হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছে ৫ম শ্রেণীর তানিয়া বেগম, সুমাইয়া বেগম ও ইমা বেগম ও ৩য় শ্রেণীর সুমাইয়া।

অসুস্থ শিক্ষার্থী তানিয়া, জান্নাতি ও আবুবক্কর জানায়, কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পরপরই আমরা বমি ও পাতলা পায়খানা করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছি।

এ সময় স্যারেরা এসে আমাদের উদ্ধার করেন। অভিভাবক সুমাইয়ার মা সাদিয়া বেগম জানান, অসুস্থতার খবর পেয়ে স্কুলে উপস্থিত হয়ে ৪০-৫০ জন শিক্ষার্থীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখি।

আলীর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন মোবারক জানান, খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট খায়ানোর পর একাধিক শিশু বমি ও পাতলা পায়খানা করে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ১৩ জনকে তালতলী ও ৪ জনকে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (তালতলীর অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত) ডা. শংকর প্রসাদ অধিকারী জানান, ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলছে। এ কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের আওতায় স্কুল শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। বাচ্চাদের খালি পেটে ট্যাবলেট খাওয়ানোর ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে। তবে খালি পেটে ট্যাবলেট খাওয়ানো ঠিক হয়নি।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, কৃষিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম। হাসপাতাল কর্তৃপক্ষকে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।(সূত্রঃ যুগান্তর)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)