পাথরঘাটায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তৃণমুল পর্যায়ে জনগণের কাছে তুলে ধরতে সারাদেশের সাথে উন্নয়ন মেলা শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) ১১ টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় পাথরঘাটার সকল স্থরের মানুষ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন।
পাথরঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পাথরঘাটা খাসকাচারি ময়দানে এ উন্নয়ন মেলা চলবে ৪ থেকে ৬ আক্টোবর পর্যন্ত।
এর আগে পাথরঘাটা পৌর শহরে র্যালির অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদসহ উপজেলা পর্যায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
উপজেলা প্রশাসন কন্ট্রোল রুম থেকে জানান, তিন দিনব্যাপী এ মেলায় প্রায় ৪১টি স্টলে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর, বিভাগ ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এসব স্টলে বর্তমান সরকারের আমলে ২০১৮ সালে নিজ নিজ দপ্তরের গৃহীত ও বাস্তবায়িত উন্নয়নমূলক কর্যক্রমের স্থির চিত্র, ভিডিও এবং লিফলেট প্রদর্শন করা হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিনেদন মুলক অনুষ্ঠান ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ অক্টোবর