প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মঠবাড়িয়ায় মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্ননের জন্য করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকদের মধ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মঠবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, ইউনুচ মিয়া, মনিরুজ্জামান, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, রমা রানী বালা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক এইচ এম আকরামুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রোকনুজ্জামান শরীফ, দেবদাস মজুমদার, নিজামুল কবির মিরাজ, আব্দুল হালিম দুলাল, মেহেদী হাসান শাহাদাৎ হোসেন প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ অক্টোবর