বরগুনায় ‘জনগনের স্বাস্থ্য আন্দোলন’ বিষয়ে মতবিনিমিয় সভা

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২ অক্টোবর ২০১৮

মতবিনিমিয় সভাবিশেষ প্রতিনিধি
বরগুনায় ‘জনগনের স্বাস্থ্য আন্দোলন’ বিষয়ে মতবিনিমিয় সভা মঙ্গলবার (২ অক্টোবর)সকালে জাগনারী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংকল্প ট্রাস্টের নিবার্হী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ।

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ‘জনগনের স্বাস্থ্য আন্দোলন’এর বাংলাদেশ চ্যাপ্টারের জাতীয় কমিটির সদস্য আমিনুর রসূল বাবুল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক চিত্তরঞ্জন শীল ও মনির হোসেন কামাল।

সভায় জানান, আগামী ১৫-১৯ নভেম্বর ঢাকায় জনগনের স্বাস্থ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রায় ১শ টি দেশ থেকে স্বাস্থ্য আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যাক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নোবলে পুরস্কারপ্রাপ্ত ব্যাক্তিত্ব উপস্থিত থাকবেন।

সভায় গ্রাম পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থপনার দূর্বলতা ও সফলতা নিয়ে আলোচনা করেন অংশগ্রনকারি এনজিও প্রতিনিধিগন।

সভায় বক্তারা কতিপয় সুপারিশ জাতীয় সমাবেশে উপাস্থাপনের জন্য অনরোধ করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ অক্টোবর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)