ভ্রাম্যমাণ আদালতস্বরূপকাঠিতে সরকারি জমিতে অবৈধ দোকান উচ্ছেদ
পিরোজপুরের স্বরূপকাঠির ছারছিনা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১নং খাস খতিয়ানভুক্ত ৮ শতাংশ সরকারি জমি দখল করে স্বরূপকাঠি পৌর সভার সাবেক মহিলা কাউন্সিলর ও উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী হাসিনা মনির নির্মাণ করা দুটি স্টল ভেঙে উচ্ছেদ করে সরকারি জমি দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ অক্টোবর) বিকেলে ওই আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন। এছাড়াও একই আদালত উপজেলার জগন্নাথকাঠি বন্দরের সড়ক ,শাখা সড়ক ও ফুটপাতে দোকান ও মালামাল রেখে ব্যবসা করায় জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ৯ জন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকট ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জরিমানাকৃত ব্যাবসায়ীরা হলেন জামাল সিকদার ২০ হাজার, আলম ১৫ হাজার, হামিম ১০ হাজার,তন্ময় ৮ হাজার, মামুন ৮ হাজার, আলমগীর ৬ হাজার, অরুন সাহা ৫ হাজার, সেলিম ৫ হাজার ও ইব্রাহিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ অক্টোবর