আগৈলঝাড়ায় পর্নোগ্রাফি মামলায় বরিশালে ইউপি সদস্য বরখাস্ত
নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার অভিযোগপত্র আদালত আমলে নেয়ায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শামীম তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইখতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ইউএনও বিপুলচন্দ্র দাস শুক্রবার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার শামীম তালুকদারের বরখাস্তের কপি হাতে পেয়েছেন তিনি। বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে। উপসচিব মো. ইখতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, উপজেলার রাজিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শামীম তালুকদারের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অভিযোগপত্র আদালত আমলে নেয়ায় তাকে ১৮ সেপ্টেম্বর সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও তার ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেয়ার অভিযোগে ইউপি সদস্য শামীম তালুকদারসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।(যুগান্তর)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৮ সেপ্টেম্বর