হাসপাতালপাথরঘাটায় ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

পাথরঘাটায় ৫ দফা দাবিতে মানববন্ধনবরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসক, নার্স নিয়োগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়, আস্থা, নারী উন্নয়ন ফোরাম, রক্তের সন্ধানে, স্বজন ব্লাড ফাউন্ডেশনসহ শিক্ষক, আইনজীবী, পাথরঘাটা নিউজ, সাংবাদিক এবং বিভিন্ন পেশার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, ইমাম হোসেন, কাউন্সিলর রোকনুজ্জাান, মেহেদী শিকদার, কাজী রাকিব, শেখ রাসেল, শারমিন, এস.এম. উজ্জল, শুভ প্রমুখ।

দাবিগুলো হলো, ৫০ শয্যা হাসপাতালে চাহিদা অনুযায়ী চিকিৎসক নিয়োগ, এক্স-রে মেশিন দ্রুত চালুসহ টেকনিশিয়ান নিয়োগ, বাধ্যতামুলক গাইনী চিকিৎসক নিয়োগ, অফিস চলাকালীন কোম্পানীর প্রতিনিধি প্রবেশ বন্ধ, হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষাসহ ব্লাড পরীক্ষার টেকনিশিয়ান নিয়োগসহ সরকার কর্তৃক ওষুধ সঠিকভাবে বন্টন, সরকারি অ্যাম্বুলেন্স সব সময় সচল রাখাসহ সরকারি নির্ধারিত মুল্যে ভাড়া নেয়া এবং হাসপাতালসহ ক্লিনিকগুলোকে অপচিকিৎসা বন্ধ, হাসপাতাল ও ক্লিনিকের সেবার বিষয় মনিটরিং এর ব্যবস্থা করা।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)