কাউখালীতে বেকার যুবক ও যুব নারীদের মানববন্ধন
পিরোজপুরের কাউখালীতে সরকারের ন্যাশনাল সার্ভিস প্রকল্প জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬০সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বেকার যুব ও যুব নারীরা অংশ নেন।
ন্যাশনাল সার্ভিসকর্মী মাহফুজা খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কাউখালী উন্নয়ন পরিষদ সভাপতি আবদুল লতিফ খসরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, প্রেস ক্লাব সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, ন্যাশনাল সার্ভিসকর্মী বংশী বদন সাহা, অনুপ বসু, আশীষ মুখার্জী, নয়ন তালুকদার, দিপক দাস প্রমুখ।
বক্তারা ন্যাশনাল সার্ভিস জাতয়ীকরণের দাবি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ন্যাশনাল সার্ভিস প্রকল্পে সারা দেশে কয়েক হাজার বেকার যুবক ও যুব নারী তিন মাস প্রশিক্ষণ শেষে দুই বছর মেয়াদি সরকারের বিভিন্ন দপ্তরে খণ্ডকালীন চাকরির সুযোগ মিলেছে। তবে দুই বছর পর তারা প্রকল্প থেকে ঝরে পড়ে আবার চরম বেকারত্বের শিকার হন। তাই ন্যাশনাল সার্ভিসভুক্ত অসহায় এ বেকারদের চাকরি জাতীয়করণ মানবিক কারণেই জরুরি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ সেপ্টেম্বর