পাথরঘাটায় আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু আটক
বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো ছুরিসহ সুন্দরবনের সক্রিয় জলদূস্য সত্তার বাহিনীর সদস্য আব্দুল হালিম গাজী (৩৮) নামের এক জনকে আটক করা হয়েছে। এসময় আরো ৫ থেকে ৬জন জলদস্যু পালিয়ে যায়।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদীর বকুলতলা থেকে তাকে আটক করে।
আব্দুল হালিম গাজী সাতক্ষিরা জেলার শ্যামনগর থানার বংশীপুর গ্রামের মো. রুহুল আমিন গাজীর ছেলে। এ সময় তার সঙ্গে থাকা ১টি একনালা বন্দুক, ১৮ রাউন্ড গুলি, ২টি দেশীয় ধারালো ছুরি ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহমেদ জানান, র্যাব-৮ এর সদস্যরা নিয়মিত টহলের সময় ডাকাতির প্রস্তুতিকালে বলেশ্বর নদীর বকুলতলা নামক স্থান থেকে অস্ত্রসহ তাকে আটক করে। তিনি আরো বলেন, এ ঘটনায় আব্দুল হালিমের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ সেপ্টেম্বর