পটুয়াখালীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে সবুজ হাওলাদার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে পৌর শহরের আদালতপাড়ার বাসিন্দা মন্টু চৌধুরীর বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত সবুজ বরগুনা জেলার ডালভাঙ্গা গ্রামের মৃত নুর মুহাম্মাদের ছেলে।
নিহত সবুজের স্ত্রী সুবর্ণা জানান, সোমবার বিকালে আদালতপাড়া এলাকার দুলাল চৌধুরীর বাসা থেকে কল আসলে তার স্বামী সবুজ বৈদ্যুতিক কাজ করতে সেখানে যান। একপর্যায়ে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এক প্রতিবেশী যুবক তাকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যায় এবং বাড়িতে খবর দেয়। হাসপাতালের চিকিৎসক সবুজকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে ঘটনার পরে মন্টু চৌধুরীর পরিবার হাসপাতালে সবুজের লাশ রেখে উধাও হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করে। এ প্রসঙ্গে মন্টু চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি লাইনটি কেটে দেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৬ সেপ্টেম্বর