কাউখালীতে মীনা দিবস উপলক্ষে শোভাযাত্রা
পিরোজপুরের কাউখালীতে মীনা দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষা নিয়ে গড়ব দেশে, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়সামিন পপি, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, যুব উন্নয়ন কর্মকর্তা যুলহাজ করিব, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ সেপ্টেম্বর
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)