ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
পিরোজপুরের স্বরূপকাঠিতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্ন গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মো. মামুন মিয়ার অষ্টম শ্রেণি পড়ুয়া কন্যাকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য মঞ্জুর হোসেনের ছেলে শাওনের সঙ্গে বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদকে জানালে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, এএস আই তাজুল ইসলাম, এএসআই শেখর, ও এএসআই শরীফুলকে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই খরব পেয়ে ছেলে পক্ষ পালিয়ে যায়।
এ সময় মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মেয়ের বাবা মামুনের নিকট থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)