বামনায় অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার তিন
বামনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে প্রতিপক্ষের লোকজন অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে। তার নাম আসমা বেগম ডালিম(৪০)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে ঘটনার রাতে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন নিহতের স্বামী মো. মাওলা মোল্লা।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড় যাদবপুড়া গ্রামের মো. মাওলা মোল্লা গংয়ের সঙ্গে মো. নিজাম আকন গংয়ের দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন যাদবপুড়া বাজারের কাছে নিজাম আকনসহ ১০/১২ জন মো. মাওলা মোল্লার পক্ষের মতি মোল্লাকে লাঠি দিয়ে পেটাতে থাকে। এ সময় তার স্ত্রী সালমা বেগম বাধা দিলে তাকেও পেটায়। সালমা অজ্ঞান হয়ে পড়লে মাওলা মোল্লার স্ত্রী আসমা বেগম ডালিম দৌড়ে এসে এর প্রতিবাদ করেন। নিজাম আকন ও তার দলবল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে তার স্বামী ও সন্তানসহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও পিটিয়ে আহত করে।
গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয়রা বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক আসমা বেগম ডালিমকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৯ সেপ্টেম্বর