পাথরঘাটায় মামলার বিরোধ নিয়ে নাতি জামাইকে শিকলে বেঁধে রাখার অভিযোগ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৮

শিকলে বাধা মামুনমেয়ের জামাই জুয়েল প্যাদার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলার বিরোধ নিয়ে নাতি জামাই মো. মামুনকে (১৬) শিকলে বেধে রাখার অভিযোগ পাওয়া গেছে নানা শশুড় কাজী আ. হামিদের বিরুদ্ধে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধার দিকে স্থানীয় মুক্তিযোদ্ধা মনি মন্ডল ও সাংবাদিকদের সহযোগিতায় ওই শিঁকল খুলে দেওয়া হয়।

উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ অস¦ীকার করে নানা শশুড় আ. হামিদ বলেন, আমার মেয়ের জামাই জুয়েল প্যাদার বিরুদ্ধে বরগুনা আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা করি। ওই মামলার বিরোধ নিয়ে ইতোপুর্বে নাতি জামাই মামুনকে জুয়েলরা কয়েকদিন আটকে রাখে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মে¤¦রদের জানানোর পর উদ্ধার করা হয়। তিনদিন আগে নাতনি ও জামাই আমাদের বাড়িতে বেড়াতে আসে। সোমবার ওই মামলার ধার্য তারিখ থাকায় জুয়েলদের ভয়েই নাতি জামাই মামুনকে ঘরের মাচায় শিকলে তালা দিয়ে আটকে রাখি। তবে আমি কোন নির্যাতন করিনি। ওই মামলায় তার মেয়ের জামাই জুয়েল প্যাদা দীর্ঘ ১০ মাস ধরে জেল হাজতে রয়েছে বলে তিনি জানান।

এ বিষয় কাকচিড়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু ও পাথরঘাটা থানার ওসির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেনি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ সেপ্টেম্বর

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)