পাথরঘাটায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরগুনার পাথরঘাটায় রুপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্কের বিষয় ছিল ‘মোবাইলের সুফল ও কুফল’। এতে শাপলা ও দোয়েল নামে দুইটি দল অংশগ্রহণ করে। এ বিতর্কে শাপলা পক্ষের দল জয়লাভ করে।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান, নজরুল ইসলাম, খলিলুর রহমান, রনি রায় ও তাসলিমা রায়হান।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে রুপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিকক্ষ মো. গোলাম কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মনোজ কুমার কীর্তনিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট নাসির উদ্দিন সোহাগ, সাংবাদিক এএসএম জসিমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্যে প্রধান অতিথি বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগিতা করে। শুধুমাত্র শিক্ষাই নয়, পাশাপাশি বিতর্কের মত বুদ্ধিবৃত্তিক কর্মকান্ডের চর্চা শিক্ষার্থীদের একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৮ সেপ্টেম্বর